Monday, July 20, 2015

মুছে ফেলুন যেকোনো কিছু! দারুণ একটি ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ।

By Admin Unknown  |  11:57:00 PM No comments

আজ আমি আপনাদের জন্য একটি মজার এবং কাজের সফট নিয়ে এসেছি! এই সফট দিয়ে কোনো ছবির ভিতরের কোনো অবজেক্ট (গাছ,বাড়ি,গাড়ি ইত্যাদি) সম্পূর্ণ নিখুঁত ভাবে মুছে ফেলা। একাজটি ফটোশপেও করা যায় কিন্তু এ কাজটি নিখুঁত ভাবে তারাই করতে পারেন যারা ফটোশপে এক্সপার্ট
আগে সফটওয়্যারটি দেখুন পরে ডাউনলোড করুন। এজন্য সিরিয়াল সহ ডাউনলোড লিংক পোষ্টের সর্বশেষে দেওয়া আছে।
 
তো আসুন শুরু করি।
নিচের ছবি দুটোকে দেখুন:
এখানে দেখছেন উইন্ডোজের লোগো সম্বলিত একটি ওয়ালপেপার,
আর এখানে সেই ছবিকেই দেখছেন কিন্তু এর মধ্যে কিছু কিছু নাই বলে মনে হয়, তাই না?
হা হা হা এখানে তো লোগোটাই নেই!!!! লোগোটা আজকের সফটওয়্যার এর মাধ্যমে নিখুঁত ভাবে “গুম” (!) হয়ে গেছে।
এখন তাহলে বুঝতে পারছেন যে আজকের সফটওয়্যার এর কাজ টা কি। আর এ কাজ টা ফটোশপেও করা যায় তবে সেটা একটু কঠিন ঘষামাজার কাজ!
এখন কিভাবে কাজটা করলাম সেটাই দেখাচ্ছি।

Steps:

১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। সিরিয়াল চাইবে। টিউনের নিচ থেকে সিরিয়ালটি কপি-পেষ্ট করে নিয়ে ফুল ভার্সন একটিভ করুন।
২। একটি ছবি ওপেন করুন।
ছবিটি ওপেন করার পর সিলেক্ট অপশন থেকে পলিগন টি নির্বাচন করুন এতে আপনি মাউসের সাহায্যে ছবির “গুম” করার অংশটুকু সিলেক্ট করতে পারবেন।
আর রেক্টেনগল দ্বারা চতুর্ভূজ আকৃতির সিলেক্ট শন তৈরি হবে
৩। এখন মাউসের বাম বাটনের সাহায্যে লোগোটির চারপাশে সুন্দর করে একটি সিলেক্টশন তৈরি করুন (যেহেতু এখানে আমি লোগোটাকে বাদ দিবো তাই লোগোকে সিলেক্ট করলাম। অন্যছবিরক্ষেত্রে আপনি অন্যটি বাছুন)
৫। সর্বশেষে আপনাকে Inpaint অপশন থেকে Run কমান্ডটি প্রেস করতে হবে।
এরপর নিজেই দেখুন ম্যাজিকটা। লোগোটি (সিলেক্টকৃত অবজেক্ট) আসতে আসতে ছবির সাথে নিখুঁত ভাবে “গুম” হয়ে যাবে।
গুম” হওয়ার প্রসেস আপনি সফটওয়্যারটির সর্বনিচে দেখতে পারবেন।

ডাউনলোড link 

সেটাপ ফাইল ডাউনলোড লিঙ্ক –   এখানে ক্লিক করুন  ।।
সিরিয়াল কি ডাউনলোড লিঙ্ক –     এখানে ক্লিক করুন  ।।



» Thanks for reading: মুছে ফেলুন যেকোনো কিছু! দারুণ একটি ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ।
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: