Wednesday, August 19, 2015

চাকরির আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ)

তারিখঃ ১০.০৮.২০১৪

বরাবর
প্রকল্প পরিচালক
সেকেন্ডারি এডুকেশন সেকটর ডেভেলপমেন্ট প্রজেক্ট 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
আব্দুল গনি রোড, ঢাকা-১০০০।

বিষয়ঃ ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ০৫/০৮/২০১৪ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে ‘সহকারী পরিদর্শক’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে একজন আগ্রহী প্রার্থী হিসেবে মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিচে আমার যাবতীয় তথ্য সন্নিবেশ করলামঃ

নাম                      : ফাহিম ফেরদৌস
পিতার নাম          : আনোয়ার হোসেন মণ্ডল 
মাতার নাম          : সালমা আকতার
স্থায়ী ঠিকানা       : গ্রাম- শিমুলতলী, ডাকঘর- পাঁচগাঁও
                              উপজেলা- শাহজাদপুর, জেলা- পাবনা।
বর্তমান ঠিকানা  : গ্রাম- শিমুলতলী, ডাকঘর- পাঁচগাঁও
                               উপজেলা- শাহজাদপুর, জেলা- পাবনা।
জন্ম তারিখ         : ২৪/০৯/১৯৮৮খ্রি.।
জাতীয়তা            : বাংলাদেশী
ধর্ম                       : ইসলাম
শিাগত যোগ্যতা : 
পরীক্ষার নাম      শাখা/বিষয়  পাশের সন    ফলাফল        বোর্ড/বিশ্ববিদ্যালয়
এস.এস.সি        মানবিক      ২০০৩         জিপিএ ৩.৯    রাজশাহী
এইচ.এস.সি      মানবিক       ২০০৫        জিপিএ ৪.২৫   রাজশাহী
বি.এ (সম্মান)     রাষ্ট্রবিজ্ঞান   ২০০৮         দ্বিতীয় শ্রেণী     জাতীয় বিশ্ববিদ্যালয়
এম.এ              রাষ্ট্রবিজ্ঞান   ২০০৯         দ্বিতীয় শ্রেণী     জাতীয় বিশ্ববিদ্যালয়

অভিজ্ঞতা: একটি বেসরকারি সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে ২ বছর 'কাজের বাস্তব অভিজ্ঞতা।

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ, উল্লিখিত তথ্য সুবিবেচনাক্রমে আমাকে ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগ দান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ দানে মর্জি হয়। 

নিবেদক


(ফাহিম ফেরদৌস)

সংযুক্তিঃ 
১। ছবি ২ কপি।
২।একডেমিক সকল সনদপত্রের সত্যায়ি কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ২০০ টাকার পোস্টাল অর্ডার নং- ..................

35 comments:

  1. ভাইয়া আমি কি চাকরির আবেদন পত্র দুই পৃষ্ঠায় লেখা যাবে????

    ReplyDelete
    Replies
    1. Na.Bro ek page e lihkte hobe?

      Delete
    2. নিবেদকে নাম লিখছি যে ওখানে কি সাক্ষর করতে হবে। দয়া করে জানাবেন

      Delete
  2. না দুই পৃষ্ঠায় লেখা যাবে না

    ReplyDelete
  3. কোন ধরনের কাগজে লেখলে ভাল?

    ReplyDelete
  4. আবেদনের ক্ষেত্রে আবেদনপত্র কি দুই পৃষ্ঠায় আলাদা আলাদা লিখতে হবে।নাকি এক পৃষ্ঠায় লিখতে হবে।

    ReplyDelete
  5. অফসেট পেপারে লিখলে কি সমস্যা হবে নাকি।

    ReplyDelete
  6. এখানে যদি আমি দুইজন কে রেফারেন্স হিসেবে অ্যাড করতে চাই, কিভাবে কোথায় অ্যাড করব ?

    ReplyDelete
    Replies
    1. দুইজন ব্যক্তির পরিচয় দিয়ে দরখাস্ত লিখবো কিভাবে

      Delete
    2. আমিও জানতে চাই

      Delete
  7. এর চেয়ে ভাল মানের সিভি নেই আপনাদের কাছে..?

    ReplyDelete
  8. দরখাস্তে জীবনবৃত্তান্ত দেওয়ার পরও কি সংযুক্তি হিসাবে আলাদা ভাবে আর ও একটা জীবন বৃত্তান্ত কপি দিতে হবে?

    ReplyDelete
  9. আমার হাতের লেখা ভাল না। এতে কি খুব বেশি প্রভাব পড়বে?

    ReplyDelete
    Replies
    1. না। হাতের লেখা কোন প্রভাব ফেলে নাম।

      Delete
  10. আবেদন পত্র এক পৃষ্টায় হওয়া আবশ্যক।

    ReplyDelete
  11. কলেজে আবেদন এর জন্য কি অধ্যক্ষ বরাবর হবে নাকি সভাপতি

    ReplyDelete
  12. আমি Cv দেওয়ার পর শর্টকাট কিভাবে আবেদন করতে পারি!!

    ReplyDelete
  13. শিক্ষগতা যোগ্যতা বক্সে লিখলে ভালনা?

    ReplyDelete
  14. যদি কম্পিউটার টাইপ করে দরখাস্ত করা যায় তা কি গ্রহনযোগ্য হবে ?

    ReplyDelete
  15. আলাদা cv দিলেও কি আবেদন ফরমে জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে????

    ReplyDelete
  16. আচ্চা স্যার বরাবর এ কমা হবেনা

    ReplyDelete
  17. পত্রিকার নাম নির্দিষ্ট করে উল্লেখ না করলে সমস্যা হবে?

    ReplyDelete
  18. দুই পৃষ্ঠা হলে কি প্রবলেম হবে না কি?? আর এর সাথে কি আলাদা সিভি জমা দেওয়া লাগব না কি???

    ReplyDelete
  19. কম্পিউটারে টাইপ করে দিলে কি সমস্যা হবে?

    ReplyDelete
  20. দরখাস্ত জীবন বৃত্তান্ত না লিখে,অন্যান্য অনুলিপির সাথে সংযুক্ত করে দিলে প্রবলেম হবে? অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তাই জানতে চাইলাম

    ReplyDelete
  21. জীবন বৃতান্ত কি আলাদা ভাবে সংযুক্তি করলে সমস্যা,,সব কিছু উল্লেখ করে তো আপনার এক পেজে ধরবে না।

    ReplyDelete
    Replies
    1. জীবনবৃত্তান্ত অভিজ্ঞতা সবকিছু লিখে শেষ করা যায় না এক পেজে

      Delete
  22. কম্পিউটারে টাইপ করে দিলে কি সমস্যা হবে?

    ReplyDelete
  23. কেও যদি চাকরির জন্য সুপারিশ করে তবে সুপারিশকারীর নাম,পরিচয় কোথায় এড করবো??

    ReplyDelete
  24. Enter your comment... আমি এক এনজিও তে আবেদন করতে চাই কিন্তু আবেদন পত্রে কি রেফারেন্স এর তথ্য উল্লেখ করতে হবে।না আলাদা রেফারেন্স এর কাগজ দিতে হবে নমুনা দেওয়া যাবে

    ReplyDelete