Wednesday, June 3, 2015

আপনার গ্রামীনফোন সিমে একদিন পরপর ২০ এমবি নিন একদম ফ্রীতে..!

By Admin Unknown  |  2:08:00 PM No comments

আমি এখানকার নতুন টিউনার আগে এই পোস্ট কেউ করলে প্লিজ রিমুভ দিবেন।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আশা করি ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে একটি মজার
অ্যাপ শেয়ার করব।
এর মাধ্যমে আপনি একদিন পরপর ২০ এমবি করে.নিতে পারবেন, একদম ফ্রী।
অ্যাপটির নাম হচ্ছে ওয়াওবক্স
(wowbox) .
তো চলুন মুল টিউনে চলে যাই,
১। প্রথমে wowbox সফটওয়্যারটি
ডাউনলোড করে ইন্সটল দিন।
২। তারপর মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু করুন। এরপর সফটটি চালু করে ডান দিকের স্ক্রীনে চলে যান।
৩। এরপর আপনাকে একটি মেসেজ পাঠাতে
বলবে। আপনি অনুমতি দিন।
৪। এরপর আপনার মোবাইলে একটি
৪ডিজিটের একটি কোড আসবে। এই কোডটি ওই ফাঁকা ঘরে বসান।
৫। কিছুক্ষণের মদ্ধেই আরেকটি নতুন
উইন্ডো ওপেন হবে। সেখানে দেখবেন ২০
এমবি ফ্রী নামের একটি ছবি রয়েছে সেখানে
ক্লিক করুন। তাহলে আরেকটি উইন্ডো
ওপেন হবে।
৬। সেখানে নিচের দিকে claim নামের একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে একটি মেসেজ আপনার মোবাইল থেকে যাবে। অনুমতি চাইলে অনুমতি দিন। এর কিছুক্ষনের
মধ্যেই আপনি পেয়ে যাবেন ২০ এমবি ফ্রী।
এভাবে আপনি একদিন পরপর ২০ এমবি করে নিতে পারবেন এই অ্যাপটির আরেকটি সুবিধা হল। এর মাধ্যমে আপনি গ্রামীনফোনের সকল লেটেস্ট ইন্টারনেট প্যাকেজর খবর পাবেন সবার আগে।
এছারাও আপনি এই অ্যাপটির মাধ্যমে মাত্র ১০টাকাই ৫০ এমবি নিতে পারবেন।
বিঃদ্র এ অ্যাপটি ব্যাবহার করতে হলে
আপনাকে অবশ্যই আপনার সিমটি বন্ধু
প্যাকেজের হতে হবে। যদি বন্ধু প্যাকেজ এ
না থাকে তাহলে *444*1# ডায়াল করে
আপনি আপনার সিমটিকে বন্ধু প্যাকেজে
রুপান্তরিত করতে পারবেন।
তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামি
কোন টিউনে সে পর্যন্ত ভাল থাকুন।



» Thanks for reading: আপনার গ্রামীনফোন সিমে একদিন পরপর ২০ এমবি নিন একদম ফ্রীতে..!
Anonymous Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: