Thursday, July 2, 2015

যেভাবে নিজেই তৈরী করবেন উইন্ডোজ সেভেন থিম।

By Admin Unknown  |  3:16:00 PM No comments

আমরা যারা জানিনা তাদের জন্য এই পোষ্ট। এই পোষ্টে দেখানো হলো কিভাবে উইন্ডোজ সেভেনের থিম তৈরী করা যায়। সেভেনের কিছু অসাধারন থিমের মধ্যে যদি নিজেও কিছু থিম তৈরী করতে পারি তাহলে মন্দ কি? তাই কিভাবে নিজে থিম তৈরী করবেন তার জন্য টিউটরিয়ালটি ফলো করুন। প্রথমে আপনার পছন্দের যে ছবি গুলো দিয়ে থিম তৈরী করবেন সেগুলোকে একটি ফোল্ডারে এনে ডেস্কটটে এনে রাখুন। তারপর ডেস্কটপের খালি কোন জায়গায় রাইট বাটন ক্লিক করে personalize এ ক্লিক করুন। নিচে দেখুন....................
personalize এ ক্লিক করার পর নিচের মত দেখবেন...................................
এবার আপনি desktop background  এ ক্লিক করুন। নিচের মত দেখবেন..................................
তারপর Browse এ ক্লিক করে যেখানে আপনি আপনার ফোল্ডারটি রেখেছিলেন তা দেখিয়ে দিন। নিচের মত দেখবেন................
এবার আপনি নীল দাগ দেওয়া যেখানে সময় দেখাচ্ছে সেখান থেকে সময় সিলেক্ট করে দিন অর্থাৎ কতক্ষণ পর পর আপনার পিকচারটি চেন্জ করতে চান তা সিলেক্ট করে দিন। তারপর save changes এ ক্লিক করুন। ব্যাস আপনার থিমটি তৈরী হয়ে গেল। এখন একটি সমস্যা হলো আপনি যখন ফোল্ডারটি (যেখানে আপনার পছন্দের ছবি রেখেছিলেন থিম বানানোর জন্য) ডিলেট করে দিবেন তখন আপনার থিমটিও কাজ করবেনা। আবার আপনি চাইলে কাউকে আপনার বানানো থিমটি শেয়ারও করতে পারবেন না। তাই আপনি save changes এ ক্লিক করার পর যে থিমটি সিলেক্ট করা আছে তার উপর রাইট বাটন ক্লিক করে save theme for sharing এ ক্লিক করুন নিচে দেখুন..............
এবং যেখানে আপনি সেভ করে রাখতে চান সেখানে সেভ করে রাখুন। আপনার কাজ শেষ। এবার আপনি ঐ থিমটিতে ডাবল ক্লিক করলেই থিমটি এপ্লাই হয়ে যাবে এবং অন্যকেও শেয়ার করতে পারবেন নির্ধিদায়।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।



» Thanks for reading: যেভাবে নিজেই তৈরী করবেন উইন্ডোজ সেভেন থিম।
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: