Monday, July 27, 2015

আপনি কি হ্যাকিং শিখতে চান? তাহলে নিয়ে নিন হ্যাকিং শেখার অসাধারন কয়েকটি বাংলা বই..

By Admin Unknown  |  11:15:00 PM No comments

'হ্যাকার' শব্দটার মাঝে রয়েছে অনেক ঐশ্বর্য আর দাপট। ফেসবুকের কল্যানে আমরা কোনোকিছু ঘটার সাথে সাথেই জেনে যাই। তাই, আমার মনে হয়না এখানে এমন কেও নেই যে হ্যাকার সম্বন্ধে জানেনা?
একসময় হ্যাকারদের শুধু ঘৃণার চোখে দেখা হলেও এখন তারাই পুরো সাইবার ওয়ার্ল্ডে রাজত্ব করে বেড়াচ্ছে। অনেকেই এইসব জানার পর হ্যাকার হওয়ার জন্য উঠে-পড়ে লাগে। হ্যাকিং একটা আর্ট !! যেটা শিখতে প্রচুর সময় আর সাধনা দরকার। এই গুনগুলো না থাকলে আপনি কখনোই একজন ভালোমানের হ্যাকার হতে পারবেননা। অনেক বকবক করলাম, আসলে আমি আজকে আপনাদের সাথে কয়েকটি বই শেয়ার করবো যেগুলো আপনাকে হ্যাকার হতে সাহায্য করবে। আর মজার ব্যাপার হলো বইগুলো বাংলায় লেখা, যারা হ্যাকিং নিয়ে কিছুই জনেনা এই বইগুলো তাদের অনেক কাজে দিবে।
 ১. বেসিক হ্যাকিং জগত পার্ট-১-  
এই বইটা ফারুক ভাইয়ের। আমার ফেভারিট একটা বই। যারা নতুন হ্যাকিং জগতে তাদের অনেক কাজে দিবে।
ডাউনলোড করুন-
২. হ্যাকোলজিঃ
  
এই বইটা অনেক জোস একটা বই। এটা পড়লে আপনি হ্যকিং নিয়ে অনেক কিছুই শিখতে পারবেন। জানতে পারবেন কিভাবে উইন্ডোজের পাসওয়ার্ড বের করতে হয়? হ্যাকিং শেখার জন্য কি কি থাকা জরুরী তাও বলা আছে এই বইটাতে।
৩. বেসিক হ্যাকিং(e-mail, facebook & website)- 
 এই বইটি পড়লে আপনি জানতে পারবেন কিভাবে বিভিন্ন একাউন্ট হ্যাক করতে হয়? আরও জানতে পারবেন কিভাবে নিজেকে অনলাইনে নিরাপদ রাখতে হয়।
 ৪. Hack Your System: 
 এই বইটাতে হ্যাকিং এর খুটিনাটি অনেক বিষয় নিয়ে বলা হয়েছে। কিভাবে একটা সাইট হ্যাক হয়? আর কিভাবে হ্যাকারদের ধরা হয়ে থাকে? এমন আরো অনেক কিছুই পাবেন এই বইটিতে- 

সবশেষে একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনি যদি বড় মাপের কোনো হ্যাকার হতে চান? তাহলে আপনাকে অবশ্যই অনেক ভালো প্রোগ্রামার হতে হবে। আর অনেক বেশি ধৈর্য ধারন করতে হবে। কারন আপনি কয়েকদিন ঘাটাঘাটি করেই হ্যাকার হতে পারবেননা। এজন্য প্রচুর সময়ের দরকার।
!! উপড়ের বইগুলো পড়ে যদি আপনি কারো ক্ষতি সাধন করে থাকেন তাহলে আমি দায়ী থাকবোনা !!



» Thanks for reading: আপনি কি হ্যাকিং শিখতে চান? তাহলে নিয়ে নিন হ্যাকিং শেখার অসাধারন কয়েকটি বাংলা বই..
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: