Saturday, July 25, 2015

ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট। ফ্রিলান্সার ও ছাত্র-ছাত্রী দের জন্য এক অনন্য ব্যাংকিং।

By Admin Unknown  |  10:43:00 PM No comments

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই?
আমি এখন তোমাদের সাথে যা সেয়ার করতে যাচ্ছি তা এ কথায় অতি প্রয়োজনীয় বিশেষ করে যারা ডাচ বাংলা ব্যাংকএর ক্রেডিট কার্ড পেতে চাও।

সাম্প্রতি ডাচবাংলা ব্যাংক স্টুডেন্টদের জন্য চালু করেছে স্টুডেন্ট ব্যাংকিং। যা সম্পুর্ন সাধারন ব্যাংকিং এর মত তবে এখানে বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা আছে যা অনেকেই জানে না বিশেষত তাদের জন্যই আমার এই টিউন। চলো জেনে নেয়া যাক ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা গুলোঃ
সুবিধা সমূহঃ
  • মাত্র ৫০০ টাকা জমা দিয়ে একাউন্ট করা যাবে।
  • একাউন্ট উপেনিং সম্পুর্ণ ফ্রি অর্থাৎ জমাকৃত ৫০০ টাকা গ্রাহকের একাউন্টে থাকবে এবং গ্রাহক একাউন্ট ক্লোজ করতে চাইলে ওই টাকা তুলে নিতে পারবে।
  • অাজীবনের জন্য ফ্রি DBBL Nexus কার্ড প্রদান করবে এবং এর জন্য বাৎসরিক কোন চার্জ দিতে হবে না।
  • DBBL Nexus কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে অতি সামান্য চার্জে নতুন কার্ড নেয়া যাবে।
অসুবিধা সমূহঃ
  • একবারে সর্বোচ্চ ২৫০০০ টাকা লেনদেন করা যাবে।
  • সর্বোচ্চ ৫০০০০ টাকা একাউন্টে জমা অবস্হায় রাখা যাবে।
এই ছিল মূলত সূবিধা ও অসুবিধা এর পর কেউ যদি একাউন্ট করতে চান তো নিচের ডকুমেন্ট গুলো নিয়ে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক বা অনুমোদিত এজেন্টের সাথে যোগাযোগ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
  • এস এস সি বা এইচ এস সির রেজিস্ট্রেশনের ফটোকপি
  • বর্তমানে যে কলেজে অধ্যায়নরত সেই কলেজের আইডি কার্ডের ফটোকপি।
  • ছবি
আজ এ পর্যন্তই……



» Thanks for reading: ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট। ফ্রিলান্সার ও ছাত্র-ছাত্রী দের জন্য এক অনন্য ব্যাংকিং।
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: