Tuesday, July 14, 2015

‘Software’ এবং ‘Serial Key’ Download করার সবচেয়ে কার্যকরী উপায় !

By Admin Unknown  |  2:44:00 AM No comments


আসসালামু আলাইকুম। বন্ধুরা বর্ষণ-মুখর, উদাস করা দিনগুলি কেমন কাটছে? নিশ্চয় অনেক ভালো। এমন মন্থর দিনে  আপনাদের খোশ ইমেজকে আরো একটু রাঙ্গিয়ে দেয়ার প্রচেষ্টায় হাজির হলাম আজকের Article নিয়ে ।
একটি কথা আমি বলে রাখব যে, আমি সবসময় চাই আমার লিখার মাঝে বাড়তি কোন অলংকার থাকবে না। আমি যা জানি, আপনাদের বন্ধু হয়ে যেটা Share করতে চাই, সেটা যেন হৃদয়গ্রাহী হয়। বোঝার (Understanding) খাতিরে যেন না আবার আপনাদের Dictionary কিংবা Google-এর স্মরণাপন্ন হতে হয়। এক কথায়, আমি যা বোঝাতে চাই আশা করি তা আমার লিখা পড়লেই বুঝে যাবেন, প্রয়োগের ক্ষেত্রে আপনি গুগল/ভূগোল যা কিছুর সাহায্য নিতে পারেন।
তো, আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন তথ্য অনুসন্ধানের জন্য Google-এর দ্বারস্ত হই। তন্মধ্যে বিভিন্ন Software, Serial Key ইত্যাদি খুঁজতে গিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। ধরুন, “Avast Antivirus” Download করতে চান। সাথে সাথে এর Activator/Serial Key ও। আপনি Google-এ Type করুন Mediafire Search। প্রদর্শিত ফলাফল হতে যে কোন একটি Link-এ Click করুন। Mediafire Search Box আসবে। Type করুন Avast Antivirus । আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ Tips হচ্ছে, “কোন Software এর Serial Key প্রয়োজন হলে ঐ Software এর শেষে warez লিখবেন। উদাহরণঃ Avast Antivirus warez । এবার ফলাফল নিজের চোখে দেখুন। (কারিশমা এটাই যে, কাঙ্খিত File টি Mediafire -এ Upload করাই ছিল)। আশা করি উপকৃত হবেন।
ভালো থাকা হয় যেন …… আল্লাহ হাফেজ।



» Thanks for reading: ‘Software’ এবং ‘Serial Key’ Download করার সবচেয়ে কার্যকরী উপায় !
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: