Tuesday, August 11, 2015

রেজিঃ করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যে কাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় Bangladesh National id card- NID

By Admin Unknown  |  1:52:00 PM No comments

Smart national id card Bangladesh
Smart national id card Bangladesh

Click for Bangla Video

Smart national id card Bangladesh

বাংলাদেশ স্মার্ট কার্ডে যে ২৫ টি সুবিধা
রয়েছে পড়ুন এখানে

What smart card? এবং এ বিয়য়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক

For New Checker OR Verify যা যা লাগবে (Normal not smart):

Bangladesh National id card Checker এর জন্য  ই-মেইল,মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নাম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে আগে পরে। আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষন করবেন এজন্য পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষন করুন । সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন। বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র।

যা যা Data লাগবে

  • *Name
  • *Father Name and  Father NID
  • *Mother Name Mother NID
  • Year of Death (if applicable)
  • Spouse Name      Not Applicable
  • *Date of Birth
  • *Place of Birth (District)
  • *Gender:
  • *Marital Status:
  • *Education:
  • *Profession:Disability (if any):    Blind    Deaf    Mute    Physical    Others
  • Unique Identification Mark
  • Blood Group (if known):
  • *For which address you want to be a voter
  • Present Address
  • Permanent Address
  • Driving License/ Passport No. (if applicable)
  • Telephone No. (if applicable)
  • *Mobile No
  • *Religion:



Register Now Checker OR Verify

After Registrar  Bangladesh National id card Checker জাতীয় পরিচয়পত্র- voter/NID id card Verify by Bangladesh government website www.nidw.gov.bd your see available:
  • Application for Correction
  • Application for Migration
  • Application Status Check

IF Card lost Bangladesh National id card

What to do in case of ID Card lost. Bangladesh National id card জাতীয় পরিচয়পত্র-
হারিয়ে গেলে কি করবেন?
প্রথমে থানায় একটা জিডি করবেন – আপনার নাম, বাবার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং সম্ভব হলে ভোটার/আইডি নম্বর উল্লেখ করে।*(যদি বর্তমান ঠিকানা এবং কার্ড তৈরীর সময়কার ঠিকানা ভিন্ন হয় তবে অবশ্যই পূর্বের ঠিকানার কথা উল্লেখ করবেন।)

হারানো আই ডি কার্ডের আবেদন ফর্ম ডাউনলোড এবং বিস্তারিত:

Apply for Lost ID Card Form (Local Office) 
উপজলো/থানা অফসিে আবদেনরে জন্য
আঞ্চলকি র্কাযালয়ঃ মাঠর্পযায় অফসিসমূহরে ঠকিানা ও টলেফিোন Click here
Apply for Lost ID Card Form (Dhaka Office)
সরাসরি নির্বাচন কমিশন সচিবালয় থেকে
ব্লক-৫ ও ৬, নির্বাচন কমিশন সচিবালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

কিভাবে বাংলাদেশ জাতিয় আইডি কার্ডের নাম পরিবর্তন বা সংশোধন করবেন?
How to change Name/address Bangladeshi National ID card

  • Correct Name spelling of Bangladesh National ID card
  • Modify, Self of Bangladesh National ID card
  • Spelling change of Father’s Name/Husband’s Name/Mother’s of Bangladesh National ID card
  • Change Address  Bangladesh National ID card
Correction ID Card Form (Dhaka Office) 
সরাসরি নির্বাচন কমিশন সচিবালয় থেকে
ব্লক-৫ ও ৬, নির্বাচন কমিশন সচিবালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ
Correction ID Card Form (Local Office)
আঞ্চলকি র্কাযালয়ঃ: উপজলো/থানা অফসিে আবদেনরে জন্য
মাঠর্পযায় অফসিসমূহরে ঠকিানা ও টলেফিোন Click here

নাম (নিজের, পিতা, মাতা, স্বামীর, )
পরিবর্তন বা সংশোধন করবেন কি কি লাগবে:

    • S.S.C. or equivalent certificate
    • Birth certificate
    • Passport / Driving license / TIN certificate
    • Citizenship certificate (as applicable)
    • Father, Mother, Husband/wife’s ID card photocop
    • S.S.C. or equivalent certificate
    • Birth certificate
যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস.এস.সি/সমমান
তাদের অবশ্যই এস.এস.সি/সমমান পরীক্ষার সনদের সত্যায়িত কপি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে প্রয়োজনে শুনানীতে অংশ নিতে হবে।যাদের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি/সমমানের নীচে তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র ইস্যুর তারিখের পূর্বের
  •     সার্ভিস বুক/এমপিও’র কপি
  •     ড্রাইভিং লাইসেন্স
  •     পাসপোর্ট
  •     জন্ম সনদ
  •     নিকাহনামা

Bangladesh National id card সংখ্যা গুলো কি বুঝায়?

  • 1. প্রথম ২ সংখ্যা – জেলা কোড ! ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে ! ঢাকার জন্য এই কোড ২৬
  • 2. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড !( কর্পোরেশনের জন্য – ৯ ♣♣ ক্যান্টনমেন্ট – ৫
  • ♣♣ পৌরসভা – ২ ♣♣ পল্লী এলাকা – ১ ♣♣ পৌরসভার বাইরে শহর এলাকা – ৩ ♣♣ অন্যান্য – ৪
  • 3. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড
  • 4. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
  • 5. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর !
ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য একটি নতুন ফরম তৈরী করা হয়েছে।
ফরমটি www.ecs.gov.bd মাধ্যেমে আপনি নিচে এ ক্লিক করে ডাউনলোড করতে পানের

New Form  ডাউনলোড

আপনার যত প্রশ্ন

ন্যাশনাল আইডি অফিস ঠিকানা :
ন্যাশনাল আইডি উইং [ National ID Wing (NIDW) ]
ইসলামিক ফাউনডেশন ভবন
[Islamic Foundation Bhaban (6th- 9th Floor)]
আগারগাঁও, ঢাকা, বাংলাদেশ।
জাতীয় পরিচয়পত্র হারালে জরিমানা (৭ নভেম্বর ২০১৪)
কমিশন সচিবালয় সূত্র জানায়, বিদ্যমান এনআইডি নবায়ন, হারানো, সংশোধন- এসবের জন্য এখন কোনো ফি দিতে না হলেও আগামী বছর থেকে নির্দিষ্ট অঙ্কের ফি নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে কারো এনআইডি কার্ড হারিয়ে গেলে ২০০ টাকা জরিমানা দিয়ে নতুন কার্ড নিতে হবে। জরুরি ভিত্তিতে ওই কার্ড সংগ্রহ করতে চাইলে দিতে হবে আরো ১০০ টাকা। ভুল সংশোধনও বিনা মূল্যে হবে না।
এই টিপস্ টির তথ্য সরকারী www.ecs.gov.bd থেকে সাহায্য নেওয়া হয়েছে
In detail and Reference the post by Bangladesh Government Website : www.nidw.gov.bd



» Thanks for reading: রেজিঃ করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যে কাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় Bangladesh National id card- NID
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: