ফেরারী মন
দিন যায়-
যায় মাস,
বছর গত হয়;
ফেরেনা উদাসী মন।
উদভ্রান্ত বিহগের মতো
ছুটে চলে বন-বাদারে।
হিজলবন ঘেঁষা
মরা নদীর তটে ইতস্তত বিচরণ।
কখনো মেঘ বালিকার
শুভ্র আঁচলের ভর করে
উড়ে যায় দিগন্ত পাড়ে।
জ্যৈষ্ঠের খরতাপে ক্লান্ত হয়ে-
এই বুঝি ফিরবে এবার;
না, শুধুই মিছে প্রত্যাশা।
শ্রাবণধারার সজীবতা নিয়ে
এবার তবে ফিরবে;
না, সবই আশার গুড়েবালি।
সেই কোন বাসন্তী সন্ধ্যায়
পুষ্পাঘাতে ব্যথাহত হয়ে-
হলো ঘর ছাড়া,
আজো আসেনি ফিরে
আমার ফেরারী মন।
যায় মাস,
বছর গত হয়;
ফেরেনা উদাসী মন।
উদভ্রান্ত বিহগের মতো
ছুটে চলে বন-বাদারে।
হিজলবন ঘেঁষা
মরা নদীর তটে ইতস্তত বিচরণ।
কখনো মেঘ বালিকার
শুভ্র আঁচলের ভর করে
উড়ে যায় দিগন্ত পাড়ে।
জ্যৈষ্ঠের খরতাপে ক্লান্ত হয়ে-
এই বুঝি ফিরবে এবার;
না, শুধুই মিছে প্রত্যাশা।
শ্রাবণধারার সজীবতা নিয়ে
এবার তবে ফিরবে;
না, সবই আশার গুড়েবালি।
সেই কোন বাসন্তী সন্ধ্যায়
পুষ্পাঘাতে ব্যথাহত হয়ে-
হলো ঘর ছাড়া,
আজো আসেনি ফিরে
আমার ফেরারী মন।
No comments:
Post a Comment