Wednesday, August 19, 2015

নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই :: c class দিইয়া networking ( SUB NETTING)

By Admin Unknown  |  8:46:00 PM No comments

আজকের বিষয়ঃ c class দিইয়া networking   ( SUB NETTING)

SUBNETTING কি ????
সহজ কথায় subnetting  হল আপনি যখন একটি অফিস এ ভিন্ন ভাবে  ২/৩/৪/৫/৬/৭/৮/.........। টি নেট তৈরি করতে যাবেন তখন আপনার subnetting   দরকার  আপনি subnetting   ছাড়া ভিন্ন ভাবে নেট তৈরি করতে পারবেন না। তাহলে দেখা যাক subnetting   কীভাবে করে ??

C CLASS SUBNETTING :

192.168.10.0  এটি একটি C class ip  আপনারা জানেন । এই C class ip কে এখন subnetting    করব ঠিক এ ভাবে
192168100
৮ টি বিট৮ টি বিট৮ টি বিট৮ টি বিট
১২৮+৬৪+৩২+১৬+৮+৪+২+১=২৫৫
মোট বিট ৮+৮+৮+৮= ৩২ বিট এবং একটি বিট ভাঙলে নেট হয় ২৫৬ টি
০ হল নেট অ্যাড্রেস আর ২৫৫ হল broad cast address  তাই ০ এবং ২৫৫  কে হিসেব করা হয় না তাই নেট দরা হয় ২৫৪ টা
এখন আমরা ৩ টা বিট নিব ১২৮+৬৪+৩২+১৬+৮+৪+২+১
১২৮+৬৪+৩২= ২২৪
এখান থেকে ৩ টি বিট নিলাম যার মান হল ২২৪  আর বাকি ৫ টি বিট রেখে দিলাম । কেন ৩ টি বিট নিলাম ??
আমি নেট অ্যাড্রেস তৈরি  করব ৮ টি তাই আমাকে এই সুত্র মনে রেখে নেট অ্যাড্রেস  তৈরি করতে হবে
  • N= 2N ( 2 POWER N)  এটা নেট এর সুত্র
  • N= 2 3 (Cube) ( ২ পাওয়ার ৩)
  • N= 8
আর host ( computer  এর সংখ্যা) হবে
Host= 2 power n - ২  এখানে ( n=5)   কারন ৮-৩=৫
= ২ power ৫-২
= ৩২-২
= ৩০
তাহলে আমরা একটি নেট অ্যাড্রেস এ পাচ্ছি ৩০ টি কম্পিউটার যুক্ত করার ক্ষমতা । তাহলে নেট range হবে  ২৫৬-২২৪= ৩২

তার মানে আইপি গুলু হবে:

  • ১৯২.১৬৮.১০.০
  • ১৯২.১৬৮.১০.৩২
  • ১৯২.১৬৮.১০.৬৪
  • ১৯২.১৬৮.১০.৯৬
  • ১৯২.১৬৮.১০.১২৮
  • ১৯২.১৬৮.১০.১৬০
  • ১৯২.১৬৮.১০.১৯২.
  • ১৯২.১৬৮.১০.২২৪
লক্ষ্য করুন মোট নেট ওয়রক অ্যাড্রেস তৈরি হইছে ৮ টি
প্রতিটি নেট এর distance  হচ্ছে ৩২ করে ২ টা আইপি বাদ দিলে ৩০ টি host পাব
১৯২.১৬৮.১০.।০------- ১৯২.১৬৮.১০.৩০
৩০ টি host  পাব
তারপর ১৯২.১৬৮.১০.৩২----- ১৯২.১৬৮.১০.৬৪
৩০ টি host  পাব
এ ভাবে মোট ৮ টি নেট অ্যাড্রেস থেকে ৩০*৮= ২৪০ টি host  যুক্ত করতে পারব



» Thanks for reading: নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই :: c class দিইয়া networking ( SUB NETTING)
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: