Saturday, September 5, 2015

আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ !

By Admin Unknown  |  9:23:00 AM No comments

কেউ যদি প্রশ্ন করে তবে প্রশ্নটি এমন হতে পারে যেঃ আমি চাই আমার ওয়াইফাই নেট কেউ পাসওয়ার্ড জানলেও যেন চালাতে না পারে। এজন্য কি করতে হবে ?
উত্তরঃ এজন্য আপনাকে ইন্টারনেট অ্যাক্সেস অপশনটি অ্যাক্টিভ করতে হবে। বিস্তারিতঃ

রাউটারে এক্সেস কন্ট্রোল করার সুযোগ সুবিধাঃ

  • কোন ইউজার আপনার অনুমতি ছাড়া আপনার ইন্টারনেট চালাতে বা অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনি যে কোন ইউজারকে যেকোন সময় অক্ষম/ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন।
  • আপনি আপনার রাউটারটি পাসওয়ার্ড ছাড়াও ব্যবহার করতে পারবেন।
  • একজন ইউজারকে আপনি যেভাবে চান সময় নির্ধারণ করে নেট দিতে পারবেন।

এখন প্রশ্ন হল কিভাবে কাজটি করবেন। শুধুমাত্র ২টি ধাপ অনুসরণ করুন কাজটি করার জন্য।
১ম ধাপ-: প্রথমে আপনার রাউটার এ লগইন করুন। তারপর Access Control এ গিয়ে Enable Internet Access Control অপশনটি অ্যাক্টিভ করে দিন। নিচের ছবির মত
Enable Internet Access Control

এবার যান >Access Control>Host এ গিয়ে Add New এ ক্লিক করুন। নিচের ছবির মত
এবার Mode এ গিয়ে Ip address এ ক্লিক করে MAC Address সিলেক্ট করুন। Host Description এ আপনার পছন্দের যে কোন একটি নাম দিন এবং MAC Address গিয়ে আপনার ল্যাপটপ/ডেক্সটপ/মোবাইলের MAC অ্যাড্রেস দিন তারপর সেভ করুন।
২য় ধাপ-: এখন কাজ হল রুল তৈরি করা। এজন্য যান >access Control>Rule এ গিয়ে Add New এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
এবার Rule Name এ যে কোন একটি নাম দিন, host এ ১ম ধাপে যে নামে host তৈরি করেছিলেন তা সিলেক্ট করে দিন। এবার সেভ করে ফেলুন। ব্যাস কাজ শেষ। এবার আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেও জানলেও কোন সমস্যা নেই।
বুঝতে অসুবিধা হলে ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে নিন

রাউটার সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ঘুরে আসতে পারেন আমার সাইটটিতে TP-LINK BANGLADESH

নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিন   Facebook Official Page

ইউটিউব এর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন - YOUTUBE CHANNEL 




» Thanks for reading: আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ !
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: