Tuesday, July 21, 2015

SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন ডাউনলোড করে নিন আর ফাইল শেয়ার করুন দ্রুত গতিতে।

By Admin Unknown  |  12:32:00 AM No comments

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন। আপনারা হয়তো অনেকেই জানেন SHAREit এর একটি উইন্ডোস ভার্সন আছে ৷ কিন্তু আমি এটি সম্পর্কে জানতে পারি কিছু দিন আগে৷ সম্প্রতি আমি আমার ফোন থেকে একটি ফাইল আমার পিসিতে ট্রান্সফার করার প্রয়োজন হয়েছিল৷ কিন্তু তখন ডাটা কেবল খুজে পাচ্ছিলাম না এবং লেপটপের ব্লুটুথ ও কাজ করছিল না৷ তখন গুগলে সার্চ করলে আমি এই সফ্টওয়্যারটি সম্পর্কে জানতে পারি৷ এক কথায় বলতে পারি পিসিতে ব্যবহার করার অভিজ্ঞতা অসাধারন৷
সফ্টওয়ারটির সাইজ মাত্র ৯ মেগা বাইট। আপনি প্রায় যেকোন উইনডোস ডেক্সটপ বা ল্যাপটপে এটি ব্যবহার করতে পারবেন, তবে আপনার ডেক্সটপ বা ল্যাপটপে WiFi থাকতে হবে স্মার্টফোনের মতো। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন। 

দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন সফটওয়্যার টি কতটা কাজের। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন।
আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।
আল্লাহ হাফেজ।



» Thanks for reading: SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন ডাউনলোড করে নিন আর ফাইল শেয়ার করুন দ্রুত গতিতে।
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: