Wednesday, August 19, 2015

নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই :: Cable এর পরিচিতি

By Admin Unknown  |  8:45:00 PM No comments

আজকের বিষয়ঃ cable  এর পরিচিতি

আমরা যদি নেটওয়ার্ক এর কাজ করতে যাই  তা হলে  আমাদের প্রথমে কেব্‌ল সম্পর্কে দারনা থাকতে হবে  আমরা নেটওয়ার্ক এর জন্য ২ দরণের cable connection  use করব
  • Cross Cable connection
  • straight cable connection

Cross Cable connection:

এই কেব্‌ল টির নাম  CAT5 cable  এটি আপনি বাজারে  কিনতে পাবেন  যার দাম হচ্ছে ১ ফুট = ২০-৩০ টাকা
Cross Cable connection  দিয়া কাজ করতে হয় তখনই যখন same device connection করতে হয়।

same device কী কী ?

  • Router থেকে  pc
  • pc--------pc
  • Switch----- switch
  • hub-----hub
  • hub------switch
  • router----- router
আপনি যদি পিসি থেকে আর একটি পিসি connect করতে চান তাইলে আপনাকে Cross Cable connection এর মাধ্যমে connect করতে হবে   কারন পিসি থেকে পিসি একটি same device.
আর যদি সুইচ থেকে পিসি connect করতে চান তাইলে আপনাকে straight cable connection এর মাধ্যমে connect করতে হবে
কারন সুইচ  আর পিসি ভিন্ন device

ভিন্ন device কী কী ?

  • pc  থেকে  switch
  • pc-------hub
  • switch-----router
  • hub----router
এই ভিন্ন ডিভাইস নিয়া কাজ করতে চাইলে আপনাকে straight cable connection এর মাধ্যমে connect করতে হবে
কেব্‌ল connection করতে হয় কী ভাবে তা পরে জানতে পারবেন
cable connection  করতে হলে আপনের cat cable এবং  RJ 45  connector   লাগবে

RJ 45  connector  কী?

এটি কে বলে RJ 45  connector  যার দাম ১৫-২০ টাকা  ভালো হল TPLINK এর টা  আমি নিজে use করছি। কেব্‌ল  connection দিতে হলে আপনাকে নিচের  colour coding টি মুখস্ত রাখতে হবে  কারন cable এর ভিতর ৮ টি তার আছে   যার  ৪ টি pair আছে

দেখুনঃ

এই সুত্র straight cable connection এর জন্য

  • White Orange + Orange
  • White green +Blue
  • White Blue+Green
  • White Brown +Brown

এই সুত্র Cross Cabling :

  • White Green +Green
  • White Orange +Blue
  • White Blue + Orange
  • White Brown + Brown



» Thanks for reading: নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই :: Cable এর পরিচিতি
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: