আজকের বিষয়ঃ Private IP এর অবস্থা
- A class শুরু হবে (১০.০.০.০)
- B class শুরু হবে ( ১২৭.১৬.০.০--- ১২৭.৩১.০.০।)
- C class শুরু হবে ( ১৯২.১৬৮.১০.৫)
HOST FORMULA: (HOST মানে নেটওয়ার্ক )
H= 2n-2 (এখানে n=8)
= 28-2 (এখানে ২x2x2x2x2x2x2x2= 256) এটা কে আমরা 2 power 8 বলবো
= 256-2
=254
NETWORK FORMULA:
2n ( 2 power n)
মনে রাখার বিষয়: (1)
আমরা কখন ও ০ ,১২৭,২৫৫ কে আইপি হিসেবে দরতে পারব না
- কারন ০ হল নেটওয়ার্ক অ্যাড্রেস
- ১২৭ হল লুপ অ্যাড্রেস
- ২৫৫ হল broadcast address
মনে রাখার বিষয়:(2)
আইপি ২ ধরনের ০১ . private ip 02. public ip
আমরা যখন অফিস এ বাসায় নেটওয়ার্ক করি তখন আমরা private ip use করি
আমরা যখন public থেকে বের হয়ে ইন্টারনেট connected হই তাখন আমরা আর private a থাকি না তখন আমরা চলে যাই public ip তে
একটি private ip দেখি
- ১৯২.১৬৮.১০. ০ ( এটা কে বলবো নেটওয়ার্ক অ্যাড্রেস কারন ০ দিয়া শুরু)
- ১৯২.১৬৮.১০.১ ( একে বলবো ১ম আইপি)
- ১৯২.১৬৮.১০.২ ( একে বলবো ২য় আইপি)
- ১৯২.১৬৮.১০.৩
- ১৯২.১৬৮.১০.২৫২
- ১৯২.১৬৮.১০.২৫৩
- ১৯২.১৬৮.১০.২৫৪ ( last ip)
- ১৯২.১৬৮.১০.২৫৫ ( broadcast address )
আজ এই পর্যন্ত
No comments:
Post a Comment