Monday, November 23, 2015

বাংলঅলিংক ব্যাক-আপ সিম

By Admin Unknown  |  11:30:00 AM No comments

বাংলালিংক গ্রাহকরা এখন তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন!
  • গ্রাহকগণ বাংলালিংক কাস্টমার কেয়ার, বাংলালিংক পয়েন্ট এবং বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন
  • ব্যাক-আপ সিম সংগ্রহ করার পর গ্রাহককে বর্তমান নাম্বার থেকে *১৭৭# (ফ্রি) ডায়াল করে গোপন PIN নাম্বার জেনারেট করতে হবে
  • ব্যাক-আপ সিম চালু করতে যে কোন বাংলালিংক নাম্বার থেকে *১৭৭# (ফ্রি) ডায়াল করে মোবাইল নাম্বার, PIN নাম্বার এবং সবশেষে ব্যাক-আপ সিমের গায়ে লেখা সিম সিরিয়াল নাম্বারের শেষ ৩টি ডিজিট টাইপ করতে হবে
  • ব্যাক-আপ সিম চালু হওয়ার পর সয়ংক্রিয়ভাবে পুরনো সিমটি বন্ধ হয়ে যাবে এবং গ্রাহক তার ব্যাক-আপ সিম কোন প্রকার বিলম্ব অথবা ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন
  • ব্যাক-আপ সিম শুধু ইস্যুকৃত নাম্বারের বিপরীতে চালু করা যাবে
  • ব্যাক-আপ সিম তুলতে বর্তমান সিম রিপ্লেসমেন্ট নিশ্চিতকরণ প্রক্রিয়া এবং ফি প্রযোজ্য হবে

ব্যাক-আপ সিম সক্রিয় করার পদ্ধতি

backuo-sim



» Thanks for reading: বাংলঅলিংক ব্যাক-আপ সিম
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: