Sunday, November 22, 2015

ডাউনলোড করে নিন uTorrent PRO 3.4.5_Build 41372 ভার্সন এবং সাথে একটিভেটর ফাইল

By Admin Unknown  |  6:11:00 PM No comments

আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টারেন্ট ফাইল ডাউনলোড করার একটি অন্যতম সফটওয়্যার uTorrent Pro এর আপডেট ভার্সন uTorrent Pro 3.4.5 এবং সাথে একটিভেটর ফাইল। এই সফটওয়্যারটির পূর্বের ভার্সন এখন আর কাজ করছে না, তাই নতুন এই আপডেট ভার্সনটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন এই ভার্সনে অনেকগুলো সুবিধা রয়েছে, নিচে এর ফিচার গুলো দেওয়া হলো।
আর কথা না বাড়িয়ে ডাউনলোড লিংক এর দিকে চলে যাই।

ডাউনলোড লিংক:


0) এখান থেকে ‍ uTorrent Pro 3.4.5 + activator ডাউনলোড করুন [৩.৭ মেগাবাইট]

ইনেষ্টেলেশন গাইড:

ডাউনলোড করার পর এটিকে রার ফাইল আকরে দেখতে পাবেন। তো শুরুতে এটিকে extract করে নিন। extract করার পর সফটওয়্যারটির Setup ফাইলটিকে প্রথমে ইনষ্টল করে নিন। ইনষ্টল করার পর “crack” ফোল্ডারটি ওপেন করুন, ফোল্ডারটি ওপেন করার পর এর ভিতর দুইটি একটিভেটর ফাইল এবং একটি ফোল্ডার (Paste Here) দেখতে পাবেন। তো এখান থেকে একটিভেটর দুটিকে কপি করে নিন এবং “Paste Here” ফেল্ডারে Paste করুন।
যদি সফটওয়্যারটি একটিভ করতে না পারেন, তাহলে এখানে থেকে ইনস্টলেশন এবং একটিভেশন টিউটোরিয়ালটি দেখে নিন।



» Thanks for reading: ডাউনলোড করে নিন uTorrent PRO 3.4.5_Build 41372 ভার্সন এবং সাথে একটিভেটর ফাইল
Author: Unknown

Jangan pernah takut sebelum mencobanya dan jangan pernah berhenti sebelum berhasil (KEDIA SOFT).

0 comments: